ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

যাদের হাতে বিএনপির মনোনয়নের চিঠি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ২৬ নভেম্বর ২০১৮ | আপডেট: ২৩:৫৪, ২৬ নভেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে অনেকের হাতে মনোনয়নের চিঠি পৌঁছে গেছে।    

আজ সোমবার ২টার পর থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেয়া শুরু হয়েছে।  

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বগুড়া-৬ ও ৭ আসনে মনোনয়ন দেয়ার মধ্য দিয়ে দলটির মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু করেছে। তবে ফেনী-১ আসনেও খালেদা জিয়াকে মনোনয়ন দেয়া হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।  

আজ দুপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়ন কার্যক্রম উদ্বোধন করেন। এসময় মনোনয়ন নিয়ে তিনি বলেন, যেসব আসনে সিনিয়র নেতারা নির্বাচন করবেন সেখানে একজন করে মনোনয়ন দেয়া হয়েছে। অন্য আসনগুলোতে দুইজন করে মনোনয়ন হয়েছে। পরবর্তীতে একজনকে প্রত্যাহার করা হবে। তিনি এরপর একে একে মনোনয়ন প্রাপ্ত নেতাদের নাম ঘোষণা করেন। যা এখনো চলছে।

ধানের শীষের পক্ষে যারা মনোনয়ন পেয়েছেন- ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরিশাল-১ আসনে জহিরউদ্দিন স্বপন, বারিশাল-২ আসনে মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল-৫ আসনে মজিবুর রহমান সারোয়ার, রংপুর-১ আসনে মোকাররম হোসেন, রংপুর-২ ওহিদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী, রংপুর-৩ আসনে মোজাফ্ফর আহমেদ রিতা রহমান, রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম, নোয়াখালী-১ ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, নোয়াখালী-২ জয়নুল আবদীন ফারুক, নোয়াখালী-৩ মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী-৫ ব্যারিস্টার মওদুদ আহমদ, নোয়াখালী-৬ ফজলুল আজিম।   

ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ, ঢাকা-৬ আসনে আবুল বাশার, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস, ঢাকা-৯ আসনে হাবিব-উন-নবী খান, ঢাকা-১৩ আসনে আবদুস সালাম, ঢাকা-১৪ আসনে এসএ সাজু, দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর হোসেন ও মোজাফফর হোসেন, দিনাজপুর-২ আসনে সাদেক রিয়াজ, দিনাজপুর-৪ আসনে হাফিজুুর রহমান ও আক্তারুজ্জামান, ভোলা-৩ আসনে হাফিজ উদ্দিন, ভোলা-৪ আসনে নাজিম উদ্দিন আলম, সিলেট-২ আসনে রুশনারা আলী লুনা, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ (এলডিপি), ফেনী-২ আসনে জয়নাল আদেীন ভিপি, নরসিংদী-৩ আসনে সানাউল্লাহ মিয়া, মৌলভীবাজার-২ আসনে সুলতান মু. মনসুর।  

বরগুনা-২ অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ভোলা-১ আন্দালিব রহমান পার্থ, ভোলা-২ হাফিজ ইব্রাহিম, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ভোলা-৪ নাজিম উদ্দিন আলম, পঞ্চগড়-১ ব্যারিস্টার নওশাদ জমির, পঞ্চগড়-২ তাসমিয়া প্রধান (২০ দলীয় জোট) রাজশাহী-১ ব্যারিস্টার আমিনুল ইসলাম, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৪ আবু হেনা, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁন, নাটোর-২ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-৩ আবদুল মান্নান তালুকদার, পাবনা-৫ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।  

গাইবান্ধা-১ আসনে খন্দকার জিয়াউল ইসলাম ও মোজাহারুল ইসলাম, গাইবান্ধা-২ আসনে টুটুল ও আহাদ আহমেদ, গাইবান্ধা-৩ আসনে ডা. সাদিক, গাইবান্ধা-৪ আসনে ওবায়দুল হক ও ফারুক আলম, গাইবান্ধা-৫ আসনে হাসান ও ফারুক কবীর।   

পটুয়াখালী-১ আসনে এয়ারভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-২ শহিদুল আলম তালুকদার/সালমা আলম/সুরাইয়া আক্তার, পটুয়াখালী-৩ গোলাম মাওলা রনি, পটুয়াখালী-৪ এবিএম মোশারফ হোসেন/মনিরুজ্জামান মনির।    

লক্ষ্মীপুর-১, (এলডিপি) শাহদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর-২ আবুল খায়ের ভুইয়া, লক্ষ্মীপুর-৩ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্মীপুর-৪ আশরাফ উদ্দিন নিজান।

কুড়িগ্রাম-১ আসনে রানা ও শামীম, কুড়িগ্রাম-২ আসনে সোহেল ও আবু বকর, কুড়িগ্রাম-৩ আসনে তাজবীর ও আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ আসনে মকলেস ও আজীজ।   

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি